Main Menu

জিয়াকে স্মরণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উত্তেজনা

+100%-

প্রতিনিধি::জিয়ার ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালনকে ঘিরে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উত্তেজনা সৃষ্টি হয়।

উপজেলা বিএনপি এবং তৃনমূল বিএনপির ব্যানারে ৫শ’ গজ দূরত্বের মধ্যে আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করায় এই উত্তেজনা দেখা দেয়।

তবে সংঘর্ষ এড়াতে পুলিশ দুই পক্ষের  কাউকেই শোক শোভাযাত্রা করতে দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা জানান, উত্তেজনা এড়াতে সকাল থেকেই শহরে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।সংঘর্ষ এড়াতে দুই পক্ষকেই শোকযাত্রা না করতে অনুরোধ করা হয়।

নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপি আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করে।এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ কাজী মো. আনোয়ার হোসেন।

উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগমসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।






Shares