Main Menu

প্রয়াত সংগীত শিল্পী বশীর আহমেদ এর স্মরণে শিল্পীবৃন্দের সংগীতানুষ্ঠান

+100%-

প্রতিনিধি :: প্রখ্যাত সংগীত পরিচালক, শিল্পী, সুরকার বশীর আহমেদ-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত শিল্পীবৃন্দের উদ্যোগে সংগীতানুষ্ঠান হয়েছে।

গত ১১ মে রোববার সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর সভা মেয়র মোঃ হেলাল উদ্দিন ।

প্রধান অতিথির বক্তব্যে পৌরসভা মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, সংগীতের অঙ্গনে শিল্পী বশীর আহমেদ যে অবদান রেখে গেছেন তা চির স্মরনীয় হয়ে থাকবে। আমাদের দেশের মৌলিক গান, ফেলে আসা দিনের জনপ্রিয় গান, গায়ক সহ শিল্পীদের স্মরনীয় করতে এমনই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট আব্দুস সামাদ , মুক্তিযোদ্ধা শেখ কুতুব হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু , সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, সংগীতানুরাগী ভ’ইয়া বিজনেস মিডিয়ার সত্বাধিকারী রফিক উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ এর সংগীত পরিচালনায় এবং সাংবাদিক আল আমীন শাহীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে শিল্পী বশীর আহমেদ এর কণ্ঠের বিভিন্ন কালজয়ী গান পরিবেশন করেন শিল্পী ফিরোজ আহমেদ, সরকার ফরিদ আহমেদ,ফারুক আহমেদ পারুল,আনিসুল হক রিপন,মোঃ শাহজাহান,মুকুল চৌদুরী, সুব্রত সাহা, মোঃ কামাল হোসেন,মোজাম্মেল চৌধুরী, ছায়েদুল হক। যন্ত্রশিল্পী ছিলেন  সারেফিন,সুদীপ্ত সাহা মিঠু,মোঃ রুবেল,বাবুল মালাকার।

অনুষ্ঠান শুরুতে শিল্পী বমীর আহমেদ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিটি দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শিল্পী সমাজের পক্ষে বক্তব্য রাখেন আনিছুল হক রিপন।






Shares