Main Menu

নাসিরনগরে আগুনে পুড়েছে ২৬ দোকান

+100%-

প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিণবেড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৬ টি দোকান পুড়ে গেছে।

বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করছেন, এ ঘটনায় তাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার ভোর চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি দোকানে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে তা আশপাশের আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্বার্শবর্তী জেলা হবিগঞ্জের মাধবপুর ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কাজী মোতাহার হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে তিনি জানান, ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

হরিণবেড় বাজারের নৈশ প্রহরী আব্দুর রহিম জানান, বাজারে কাপড়, মুদি, ওষুধ, সার ও জুতার দোকান এবং ধান-চালের গুদাম রয়েছে।






Shares