নবীনগরে মামার হাতে দুই সন্তানের জননী খুন
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিনিধি :: নবীনগরে তুচ্ছ ঘটনায় আপন মামার হাতে খুন হয়েছেন মমতাজ বেগম লক্ষ্মী নামে দুই সন্তানের জননী। পুলিশ ঘাতক সফিক মিয়াকে (৩৫) আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বলবাড়িমস গ্রামে এ ঘটনা ঘটে। লক্ষ্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানায়, দুপুরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মামা সফিক মিয়ার সঙ্গে লক্ষ্মীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সফিক বাঁশ দিয়ে লক্ষ্মীর মাথায় সজোরে আঘাত করে। এসময় তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে প্রতিবেশিরা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, ঘাতক সফিক মিয়াকে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
« নবীনগরে মামার হাতে দুই সন্তানের জননী খুন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সমকাল দ্বিতীয় জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গভঃ মডেল গালর্স হাই স্কুল »