Main Menu

সরাইলে ডাকাতের আঘাতে সিএনজি চালক নিহত

+100%-

সরাইল প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ডাকাতের ইটার আঘাতে সিএনজি অটোরিক্সা চালক সুবেদ আলী (৩৫) নিহত হয়েছে।

বুধবার গভীর রাত সময় সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সিএনজি সহ সুবেদ আলীর লাশ উদ্ধার করেছে। পুলিশ ও ডাকাতের কবলে পড়া যাত্রী জানায়, রাত সাড়ে ১২ টায় মহাসড়কের বিশ্বরোড মোড় থেকে পাঁচ জন যাত্রী নিয়ে অটোরিক্সাটি শাহবাজপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় । ইসলামাবাদ নামক স্থানে আসা মাত্র একদল ডাকাত টর্চের আলো মেরে সিএনজিটি (বি,বাড়িয়া-থ-১১-০৭৫০) থামানোর চেষ্টা করে । বিষয়টি বুঝতে পেরে চালক গাড়ির গতি বাড়িয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে । এ সময় ডাকাতরা গাড়ির সামনে দাঁড়িয়ে ইটা দিয়ে গ্লাসের মধ্যে ঢিল ছুঁড়তে থাকে । গ্লাস ভেঙ্গে ঢিল চালকের বুকের ডান পাশে আঘাত করে । চালক সুবেদ আলী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পুলিশ তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন । নিহত সুবেদ আলী সদর উপজেলার মৈন্দ গ্রামের আবদুর রশিদের পুত্র।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।






Shares