Main Menu

আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

+100%-

নিজস্ব প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃত্ব দেন বিজিবির পক্ষে – বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক ও বিএসএফ এর পক্ষে ত্রিপুরা গোকুলনগর সেক্টর কমান্ডার ডিআইজি বি.এস তোলিয়া।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্তে নির্যাতন ও হত্যা বন্ধ, সম্প্রীতি বজায় রাখা, সীমান্তে ভারত কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণ, ফেনীর কহুয়া নদীর পাড় রক্ষা, মহুরীর চরে যৌথ টহল ও দুই দেশের সীমান্ত এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে কার্যকারী ব্যবস্থাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে আলোচনা হয়।

এছাড়া  বৈঠকে বিজিবি-বিএসএফের আন্তরিকতা ও মনোবল বৃদ্ধিতে নিয়মিত আলোচনাসহ বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করার কথাও আলোচনা হয়।

বৈঠকে বিজিবি কুমিল্লা সেক্টারের অধীনে সব ব্যাটালিয়ন কমান্ডার ও বিএসএফ গোকুলনগর সেক্টরের কমান্ডারসহ স্টাফ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Shares