Main Menu

তালা প্রতীকে ভোট দিয়ে সেলিমকে নির্বাচিত করার আহবান

+100%-

 

আশুগঞ্জে সাংবাদিকদের ব্যাপক গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও দৈনিক একুশে আলোর সম্পাদক সেলিম পারভেজের ‘তালা’ প্রতীকে ভোট চেয়ে গতকাল বৃহস্পতিবার আশুগঞ্জে গনসংযোগ করেছেন সাংবাদিকরা। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক পীযুষ কান্তি আচার্য ও সদস্য সচিব জাবেদ রহিম বিজনের নেতৃত্বে¡ সাংবাদিকদের একটি দল আশুগঞ্জের ফেরীঘাট,বাজার,ষ্টেশন রোড,পূর্ব বাজার,কাঠপট্টি,পোষ্ট অফিস রোড,গোলচত্বর ও তালশহরে বাজারসহ বিভিন্নস্থানে গনসংযোগ করেন। এসময় সাংবাদিকরা রাজনৈতিক পরিচিতি যাই থাকুক সমাজের একজন বিবেকবান মানুষ হিসেবে সর্বস্তরের মানুষকে সেলিমের তালা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। গনসংযোগকালে সাংবাদিকদের মধ্যে আরো ছিলেন দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু,দৈনিক প্রজাবন্ধুর লিটন চৌধুরী, সরাইল প্রেসক্লাব অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল,সদস্য মোহাম্মদ মাসুদ,যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, বাংলাদেশ কন্ঠের শফিকুল আলম স্বপন,ডেইলী অবজারভার ও সাপ্তাহিক-২০০০ এর সীমান্ত খোকন,শীর্ষ নিউজের সুমন রায়,জাষ্ট নিউজের মেহেদী নূর পরশ, চ্যানেল নাইনের আল মামুন,দৈনিক প্রজাবন্ধর ব্যবস্থাপনা সম্পাদক আবুল হাসনাত লিটন প্রমুখ।


Shares