Main Menu

কসবায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে সংবর্ধনা

+100%-

কসবা প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে সংবর্ধনা দিয়েছে কসবা-আখাউড়াবাসী। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি একেএম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা হামিদুল হক মাস্টার, এমজি হাক্কানি, অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর মো. আবু জাহের প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কসবা মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন। এর আগে তার নিজ গ্রাম পানিয়ারূপে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত জাতীয় টিকা দিবস ও হাম-রুবেলা ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দাস, সাবেক সচিব আজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান উপস্থিত ছিলেন।






Shares