Main Menu

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ‘ক্যাপস্টোন কোর্স-২০১৯-এর উদ্বোধন

+100%-

মুরাদ মৃধা, নাসিরনগর হতে:: ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ ১৬ দিন ব্যাপী ক্যাপস্টোন কোর্স- ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান রোববার মিরপুর সেনানিবাসস্থ এনডিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কোর্সটি চলবে ১৬ দিন । পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম প্রধান অতিথি থেকে এ কোর্সটির শুভ উদ্বোধন করেন।

২৪ মার্চ সকাল ৯:৩০ মিনিটে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ১৬ দিনের ন্যাশনাল ডিফেন্স ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-০১ নাসিরনগর আসনের মাননীয় সংসদ বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম,রংপুর -১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, নেয়াখালি-৬ আসনের সংসদ সদস আয়েশা,নেত্রকেনা-৩ আসনের সংসদ সদস্য অসিম কুমার ওকিল, – খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে পারস্পারিক সৌহার্দের মাধ্যমে একটি উন্নয়নশীল রাষ্ট্র গঠনের এবং জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সচিব পর্যায়ের প্রশাসনিক আমলা, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা (মেজর জেনারেল সমপর্যায়), প্রখ্যাত শিক্ষাবিদ, নীতি নির্ধারণী পর্যায়ের জ্যেষ্ঠ চিকিৎসাবিদ ও প্রধান প্রকৌশলী, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ব্যাংক এবং আর্থিক খাতসমুহের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ/শিল্পপতি/প্রধান নির্বাহী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, উচ্চ খ্যাতি সম্পন্ন বেসরকারি প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধিগন।






Shares