Main Menu

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক তলানিতে, পাকিস্তান যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

+100%-

bangladesh1কলকাতা২৪x৭:: বন্ধুদের পাল্লায় পড়ে ভারত ঘুরে দেখতে এসেছিল কেউ৷ কাজের খোঁজে দেশে ছেড়ে ভারতে এসেছিল কেউ৷ বিএসএফ ও পুলিশের হাতে ধরা পড়া এমনই বাংলাদেশি কিশোরদের ঠাঁই হয়েছে সরকারি হোমে। মুক্তির দাবিতে ওই অনুপ্রবেশকারী কিশোররা চিঠি পাঠাল তাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে৷ চিঠিতে তারা লিখেছে- দ্রুত ভারত থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক৷ ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক মহলে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে৷নিয়মানুসারে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সেদেশে থেকে আসা অনুপ্রবেশকারীদের ঠিকানা সুনিশ্চত করার পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়৷ অভিযোগ, গত মার্চ থেকে অনুপ্রবেশকারী কিশোরদের বিষয়ে বাংলাদেশ সরকার আগ্রহ দেখাচ্ছে না৷ ফলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ‘শুভায়ন’ সরকারি হোমে আটকে ওই কিশোররা৷

পয়লা জুলাই তারিখে লেখা এই চিঠিতে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাবালকরা শেখ হাসিনাকে জানিয়েছে, তাদের অবস্থার কথা৷ তারা লিখেছে, ‘‘আমরা আনেকেই বিনা অপরাধে আটক আছি৷ আমাদের অধিকাংশই কাজের প্রলোভনে পা দিয়ে দালাল মারফত ভারতে প্রবেশ করি। কেউ আবার বেড়াতে এসে ধরা পড়ি। আমরা সকলেই বিনা পাসপোর্টে ভারতে ঢুকে পড়লে এদেশের বিএসএফ আমাদের এখানে শুভায়ন হোমে আটকে রেখেছে৷ আমাদের এই অসহায় দুর্দশার হাত থেকে আপনিই একমাত্র আমাদের উদ্ধার করতে পারেন।” সূত্রের খবর, আটক বাংলাদেশি নাবালকদের সই ও টিপসই করা এই চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে৷ এ ব্যাপারে উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুর চাইল্ড লাইন৷ তাদের সাহায্যে বাংলাদেশের এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাত দিয়ে সেই চিঠি ঢাকায় প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে দেওয়া হয়েছে৷

tokai

শুভায়ন হোম সূত্রে খবর, পরিবারের কাছে ফিরতে না পেরে গত সপ্তাহে বাংলাদেশি ৪৭ জন নাবালক ৪৮ ঘণ্টা অনশন করেছিল। অনেক বুঝিয়ে অনশন প্রত্যাহার করাতে সক্ষম হয় হোম কর্তৃপক্ষ৷ এর পরেই আবাসিকরা সিদ্ধান্ত নেয়, যে তারা শেখ হাসিনাকে চিঠি লিখবে।

দক্ষিণ দিনাজপুর জেলার তিন দিকে ২৫৩ কিমি এলাকা জুড়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত। তার মধ্যে হিলি সহ প্রায় ৩৫ কিমি সীমান্ত এলাকা এখনও উন্মুক্ত। এই এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনা লেগেই রয়েছে। চোরাপথে বড়দের পাশাপাশি অল্প বয়সীরাও পাচার চক্রের খপ্পরে পড়ে আবার কখনও বা বেড়াবার জন্য এদেশে প্রবেশ করে। বিএসএফ অথবা পুলিশের হাতে ধরা পড়ার পর তাদের রাখা হয় শুভায়ন সরকারি হোমে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই অনুপ্রবেশকারীদের তাদের দেশে ফেরত পাঠানো হয়৷ শুভায়ন হোমে আটক বেশিরভাগ বাংলাদেশি অনুপ্রবেশকারী আবাসিককে মাস চারেক আগে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েচে৷ এখনও ৪৭ জন বাংলাদেশি নাবালক শুভায়ন হোমে আটকে রয়েছে। দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে গত মার্চ মাসের পর বাংলাদেশ সরকার সেভাবে তৎপরতা না দেখানোয় উদ্বিগ্ন এই নাবলাকরা৷ চাইল্ড-লাইন দক্ষিণ দিনাজপুরের কো অর্ডিনেটর সুরজ দাস জানান, দেড় বছরেরও বেশি সময় ধরে শুভায়ন হোমে এই ৪৭ জন বাংলাদেশি নাবালক আটক রয়েছে।






Shares