Main Menu

ইসলামী ব্যাংকের উদ্যোগে সুবিধাবঞ্চিত প্রবীণদের অধিকার প্রতিষ্ঠায় আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

+100%-

সংবাদ বিজ্ঞপ্তি:সুবিধাবঞ্চিত প্রবীণদের অধিকার প্রতিষ্ঠায় আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা ২৮ এপ্রিল ২০১৭, শুক্রবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতিসংঘ সমিতির সহযোগিতায় আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে গণমাধ্যম সংস্থা সভ্যতা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাংলাদেশ জাতিসংঘ সমিতির সচিব হারাধন গাঙ্গুলীর সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইন্সটিটিউেেটর অধ্যাপক ও প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব ড. এএসএম আতীকুর রহমান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাতিসংঘ সমিতির মহাসচিব ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, সেনা কল্যাণ ইন্সুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসপি (অব:), পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের পরিচালক আনোয়ার হাসান বাবু, আনোয়ারা বেগম উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের সভাপতি শেখ মোঃ আলমগীর ও বাংলাদেশ টেলিভিশনের প্রতিবেদক মাসুদ রানা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভ্যতার প্রধান নির্বাহী অফিসার শাকিল হোসেন।






Shares