Main Menu

ইন্টারনেটহীন দেড় ঘণ্টার বিড়ম্বনা, বন্ধ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ভাইবার

+100%-

fv
এই প্রথমবারের মতো প্রায় দেড় ঘণ্টা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকল বাংলাদেশ। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কারিগরি ত্রুটির জন্য ইন্টারনেট বন্ধ ছিল। বুধবার দুপুর সোয়া ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ইন্টারনেটে কেউ প্রবেশ করতে পারেননি। তবে বেলা আড়াইটার দিকে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারাদেশে বন্ধ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ভাইবার। বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে। এ ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ভাইবার বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা ছিল না। ওই চারটি লিংক বন্ধ করার প্রক্রিয়া হিসেবে ইন্টারনেট বন্ধ হতে পারে।’ এর আগে দেশে ইন্টারনেট সংযোগ কখনো বন্ধ রাখা হয়নি। বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে কারফিউয়ের মধ্যে মোবাইল ফোন সেবা সাময়িক বন্ধ থাকলেও ইন্টারনেট চালু ছিল। এদিকে ইন্টারনেট সংযোগ না থাকায় বন্ধ ছিল পরিবর্তন ডটকমসহ ইন্টারনেট নির্ভর অনলাইন গণমাধ্যমগুলো। এর আগে সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, কারিগরি ক্রটির জন্য ইন্টারনেট সাময়িক বন্ধ আছে। শিগগিরই খুলে দেওয়া হবে। তবে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ফেসবুকসহ সামাজিক যোগাযোগের চারটি মাধ্যম বন্ধ থাকবে।






Shares