১৫ই অগাস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ই অগাস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ই অগাস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে।
১৯৭৫ সালের ১৫ই অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকে এ দিনকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। পরে ২০০২ সালে বিএনপি -জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর এ সিদ্ধান্ত বাতিল করা হয়।
পরে ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর হাইকোর্টের এক আদেশে দিবসটিকে আবার পুনর্বহাল করা হয়।
এছাড়া, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।