Main Menu

হোমকোয়ারেন্টিন শেষে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাওয়ার পথে ক্যান্সারের রোগীকে ঘন্টার পর ঘন্টা আটক

+100%-

হোমকোয়ান্টিন শেষে ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জ যাওয়ার পথে ঘন্টার পর ঘন্টা আটকে আছেন ক্যান্সাররোগীসহ দুইজন। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে হবিগঞ্জের মাধবপুর এলাকায় তাদেরকে আটক করে রাখা হয়েছে। এমনকি তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। গাড়িও রাখতে দিচ্ছে না। বেলা ১টার দিকে ভুক্তভোগীদের পক্ষে ৯৯৯ এ কল করা হয়েছে।

ভুক্তভোগী প্রদ্যুৎজ্যোতি দাস জানান, ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা শেষে তিনি ৩ এপ্রিল বাংলাদেশে আসেন। সরকারি নির্দেশনা মেনে আখাউড়ার শশুর বাড়িতে তিনি মাসহ হোমকোয়ারেন্টিনে ছিলেন। নির্ধারিত সময় শেষ হলে সংশ্লিষ্ট থানা ও হাসপাতালকে অবহিত করে তিনি রবিবার সকালে নিজ বাড়ি হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। মাধবপুর যাওয়ার পর ওনাকে আটকে দেন থানার এস.আই কাশেম। এ সময় তিনি এসপি অথবা ওসিকে জানাতে বলেন। তাঁর পক্ষে দুইজনের সঙ্গে কথা হলেও তাঁরা যেতে অনুমতি দেননি। ওসি জানিয়ে দেন এসপি’র সঙ্গে কথা বলতে। এসপি বলেন, তারা ব্রাহ্মণবাড়িয় থেকে আসা কাউকে ঢুকতে দিবেন না। এ বিষয়ে এসপি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে কাউকে ঢুকতে না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগতরা হবিগঞ্জের ও হোমকোয়ারেন্টিনে ছিলেন বললেও তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দেন নি।


Shares