Main Menu

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

+100%-

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আজ বৃহস্পতিবার ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রবাসী শ্রমিক।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম জানান, ওই বাংলাদেশিরা একটি মাইক্রোবাসে দাম্মাম শহর থেকে মদিনা যাচ্ছিলেন। রিয়াদের কাছে মাইক্রোবাসটির একটি চাকা বিস্ফোরিত হলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় অন্তত ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও সাত জন। আহতদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Shares