Main Menu

ভুয়া টিকিটে বিমানে কক্সবাজারে যেতে গিয়ে ধরা পড়লেন ব্রাহ্মণবাড়িয়ার আমান

+100%-

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিনা টিকিটে এক যাত্রী বিমানে ওঠার চেষ্টা করার সময় ধরা পড়েছেন। আজ সোমবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ বিমানের কক্সবাজারগামী ফ্লাইটে (বিজি ৪৩৭) ওঠার চেষ্টা করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা আমান।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে কক্সবাজারগামী বিজি ৪৩৭ ফ্লাইটের শিডিউল ছিল। আমান প্রথমে টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ পার করেন। বোর্ডিং পাস না নিয়ে তিনি দ্বিতীয় ধাপও পার হয়ে যান। বিমানে ওঠার আগে বোর্ডিং কার্ড চেক করার সময় তিনি কোনো কার্ড দেখাতে পারেননি। বিমানবন্দরের নিরাপত্তা সংস্থার সদস্যরা তাঁকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা অফিসে নিয়ে যান।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) অভ্যন্তরীণ টার্মিনালে একজন আটক হয়েছেন। তাঁর নাম আমান। তিনি ভুয়া বোর্ডিং পাস, টিকিট এবং পাসপোর্ট নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজারগামী একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করেছিলেন। তাঁকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।