Main Menu

আওয়ামীলীগের সভাপতির বাড়ি থেকে গাঁজা,মদ উদ্ধার। ২জন জন আটক

+100%-

কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বায়েক ইউপি আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেযারম্যান মনিরুল হকের বাড়ির বসত ঘর থেকে কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাজাঁ,মদসহ ২জনকে আটক করেছে ।
ঘটনা প্রকাশ গত ৫জুলাই শনিবার গোপন সংবাদের ভিওিতে কসবা থানার অফিসার ইনচাজ(ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে থানার উপ পুলিশ পরিদর্শক মজিবুর রহমান(১),সহ পুলিশ পরির্দশক উওম কুমার সরকার,মোঃ জাহাঙ্গীর আলম পুলিশ ফোস নিয়ে গত ৫জুলাই শনিবার বিকাল সাড়ে তিনটায় এক অভিযান চালায়। অভিযানে বায়েক ইউপির সাবেক চেযারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মনিরুল হকের বসতবাড়ির পূর্ব ভিটির ঘর থেকে ভারতীয় ২কেজি গাজাঁ,ব্যাগ ফাইভার মদ ১৫বোতল জব্দ করে। এরই সাথে আকতার হোসেন(২৮) পিতা-নান্নু খান,মাসুদ মিয়া(২৫) পিতা-অহিদ মিয়া সর্ব সাং চান্দলা খামারবাড়িকে আটক করে।সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগৈর নেতা মনিরুল হকের ছোট ভাই মাদক ব্যবসায়ী মোঃ রুমান মিয়া(৩২) পিতা মৃতু ধন মিয়া দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে থানা পুলিশ জানান। এই ব্যাপারে কসবা থানায় মাদকদ্রব্য আইনে পলাতক রুমান মিয়া ও আটক দুইজন সহ তিন জনের বিরুদ্ধে এ এস আই উওম কুমার সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করে।  গ্রেফতারকৃতদেরকে ৬ জুলাই রোববার জেলা আদালতে হাজির করলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।






Shares