Main Menu

কসবায় স্কুলছাত্র জয়নাল হত্যাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

+100%-

খ.ম.ঢালী ঃ ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার শিমরাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জয়নাল আবদীন হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বুধবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও গ্রামবাসীর সমন্বয়ে এ কর্মসূচী পালিত হয়।
দুপুরে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শিমরাইল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। শিমরাইল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র মোঃ পারভেজ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মুখলেছ মিয়া, জরিনা বেগম, নাজমুল ইসলাম, রাসেল মিয়া, কানু মিয়া, নাছির মিয়া, শফিকুল ইসলাম, আরমান মিয়া, সাইফুল ইসলাম, সম্পা আক্তার, তাকমিনা আক্তার, সোহেল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ জুন জয়নাল আবেদীন হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনায় জয়নাল আবেদীনের বাবা ধন মিয়া বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নি।


Shares