Main Menu

গণপিটুনি :কসবায় একজনের মৃত্যু

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম হোসেন আলী(৩০)। তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সৈয়দপুর এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার মেহারী গ্রামের আহাম্মদ আলীর বাড়িতে ৫/৬ জনের একটি ডাকাতদল হানা দেয়।

এ সময় এলাকার লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা পালনোর চেষ্টাকালে হোসেন মিয়া গণপিটুনির স্বীকার হয়। এতে   সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে কসবা হাসপাতালে ভর্তি করা হয়।

কসবা থানা ওসি মিজানুর রহমান জানান, রোববার ভোরে উপজেলার মেহারী গ্রামে ডাকাতির পর স্থানীয়দের পিটুনিতে গুরুতর আহত হয় হোসেন আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে সামান্য সুস্থ হওয়ার পর আদালতে নেয়ার পথে তার মৃত্যু হয়।


Shares