Main Menu

কসবাবাসী আর কত লাশ দেখবে ? পাওনা টাকা চাইতে গিয়ে এক নির্মান শ্রমিক খুন !

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনা টাকা চাইতে গিয়ে ইছমাইল(২৫) নামে এক নির্মান শ্রমিক প্রতিপরে ছুরিকাঘাতে খুন হয়েছে। নিহত ইছমাইল কায়েমপুর ইউপির রাউৎখলা গ্রামের খলিলুর রহমানের  পুত্র। ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে উপজেলার রাউৎখলা গ্রামে।
পুলিশ রবিবার (২৩ফেব্র“য়ারী) নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
কসবা থানা ওসি তদন্ত মফিজুল ইসলাম ভুঁইয়া জানান, নিহত ইছমাইল একই গ্রামের আনু মিয়ার পুত্র আলী আহম্মদ এর নিকট কিছু টাকা পয়সা পাওনা ছিল । রবিবার ভোর রাতে ইছমাইল বাড়ীর পাশে জমিতে সেচের পানি দিতে যায়। সেখানে আলী আহাম্মদের সাথে ওই টাকা নিয়ে কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আলী আহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেলে ইছমাইল ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এ ঘটনায় নিহতের মা তাজমহল বাদী হয়ে কসবা থানায় আলী আহাম্মদসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কসবায় একের পর এক  লাশ হওয়ার ঘটনা নিয়ে জনমনে আতংক বিরাজ করছে এবং আর কত লাশের মিছিল দেখবে কসবাবাসী জনমনে প্রশ্ন উঠেছে।






Shares