Main Menu

নিহত সেনা সদস্য কসবার রফিকুলের বাড়িতে শোকের মাতম

+100%-

প্রতিনিধি : গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে/ তুমি যে কহিলা বাজানরে মোর কোথা যাও দাদু লয়ে/ তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে/সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুখে!…

প্রতিনিধি :জাতিসংঘের কঙ্গো শান্তি মিশনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কসবার রফিকুলের বাড়িতে শোকের মাতম বইছে। গত বুধবার (১১ ডিসেম্বর) কঙ্গোতে টহলে যাওয়ার  সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন।


জানা যায়, কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী মধুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের পুত্র সেনা সদস্য মো. রফিকুল ইসলাম (৩৩) গত ১ মাস পূর্বে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কঙ্গোতে যান। শান্তি রক্ষা মিশনে টহলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত মো. রফিকুল ইসলামের ২ টি শিশু সন্তান রয়েছে। অবুঝ শিশু সন্তান ২টি আদৌ জানেনা তাদের পিতা যে নাফেরার দেশে চলেগেছেন। তার বাবা আবু তাহের ও মা মোমেনা খাতুন ছেলের ছবি বুকে নিয়ে বার বার কান্নায় মূর্ছা যাচ্ছেন। রফিকের স্ত্রী রোকসানা বেগম অজ্ঞান হয়ে পড়ে আছেন বিছানায়। এলাকার লোকজন ভীড় করছে তাদের বাড়ি মধুপুরে।


এ ব্যাপারে নিহতের ভগ্নিপতি মো. হাবিবুল্লাহ জানান, রাজশাহী ক্যান্টনমেন্টের কমান্ডিং অফিসার সাথে যোগাযোগ করা হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে রফিকুলের লাশ দেশে এসে আসবে।


Shares