Main Menu

কসবায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

+100%-

প্রতিনিধি আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। কসবা উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টায় মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-শিক্ষক ও উপজেলার বেশকজন কর্মকর্তা অংশ গ্রহণ করে। পরে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সমবেত হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ খন্দকার মো. আলমগির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ তছলিম মিয়া, সমাজ সেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার ও সমবায় অফিসার ওমর ফারুক।(পরের সংবাদ) »Shares