Main Menu

কসবা উপজেলা এস.এম.সিতে মাজিদ শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত

+100%-


মাশিকুর রশীদ ঢালী মুকুট ঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ২০১৩ ইং এস.এম.সি পর্যায়ে মো.মাজিদুল ইসলাম(মাজিদ) কুটি ইউনিয়নের ৬২নং বিলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি এসএসসি-১৯৯৯, এইচ এস সি-২০০১, ডিগ্রী-২০০৫ সালে পাশ করেন। এলাকায় একজন তরুন সমাজ সেবক হিসেবে সুপরিচিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউপির বিলঘর গ্রামের পিতা মৃত-আক্কাছ আলীর প্রথম পুত্র। তিনি শ্রেষ্ঠ স্কুল পরিচালনা কামিটির সভাপতি নির্বাচিত করায় উপজেলা পরিষদ, প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস, সকল শিক্ষক, শিক্ষিকা বৃন্দদের কাছে দোয়া কামনা করেছেন।


Shares