Main Menu

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে কসবায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

+100%-


কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা জামায়াত শিবিরের উদ্যোগে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে বিক্ষোভসহ এক প্রতিবাদ মিছিল আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত  হয়েছে। উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হুমায়ন কবিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কসবা পৌর মুক্ত মঞ্চ থেকে বের হয়ে আড়াইবাড়ি কদম তুলি মোড় গিয়ে শেষ হয়।
কসবা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ নূরুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া  জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী আমির হোসেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্র শিবিরে সেক্রেটারী মাহমুদ হাসান, অর্থ সম্পাদক গোলাম সারোয়ার, টি আলী কলেজ ছাত্র শিবিরের সভাপতি শরীফুল ইসলাম, কসবা পৌর ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরফাত, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাসুদ রানা, আব্দুল্লাহ, সিহাব উদ্দিন, শামীম মিয়া, জাকির হোসেন, মাহবুব, মোবারক হোসেন প্রমুখ।


Shares