Main Menu

কসবা-আখাউড়ায় মনোননয়ন পত্র সংগ্রহ করলেন এড.আনিসুল হক, এড.শাহ আলম, এবি ছিদ্দিক ও শ্যামলকুমার রায়

+100%-

প্রতিনিধি.কসবা ॥ আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় ঘুরপাক খেলেও  আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র বিক্রি নিয়ে সারা দেশের মতোই বদলাতে শুরু করেছে ব্রাক্ষণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া উপজেলার রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশ আওয়ামীলগের মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম ও দ্বিতীয় দিনে ৪ হেভিওয়েড প্রার্থী মনোয়ন পত্র সংগ্রহ করেছেন। প্রথম  দিনে গত ১০নভেম্বর রবিবার চট্রগ্রাম বিভাগের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনে দলীয় মনোয়ন সংগ্রহ করলেন  বাংলাদেশ উচ্চ আদালতের বিশিষ্ট আইনজীবি আনিসুল হক।
পদ্মা সেতুর মামলা জনিত কাজে কানাডায় অবস্থান করায় তার পক্ষে সাবেক ছাত্র নেতা তসলিমুর রেজা, এড.এনামূল হক কাজল,আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল,এড.একে এম ফজলুল হক.এড.রাশেদুল কায়সার জীবন সহ প্রায় একশতাধিক নেতাকর্মী উপস্থিত হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
গত সোমবার ১১নভেম্বর কসবা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.মোহাম্মদ শাহ আলম,কসবা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রবীন আওয়ামীলীগের নেতা এবি ছিদ্দিক ও কেন্দ্রীয় যুবলীগৈর নেতা শ্যামল কুমার রায় একই দিনে মনোয়ন পত্র সংগ্রহ করেন।« (পূর্বের সংবাদ)Shares