Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জাকের পার্টির হারুনুর রশীদ ঢালীর গণসংযোগ

+100%-


কসবা প্রতিনিধিঃ আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা-আখাউড়া) জাকের পার্টির মনোনীত সম্ভাব্য প্রার্থী জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ও কসবা উপজেলা প্রেসকাব সভাপতি এবং পাকি অপরাধ পত্রের সম্পাদক/ প্রকাশক খ.ম.হারুনুর রশীদ ঢালী ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয়  এলাকার মাঠে ময়দানে গণসংযোগ করছেন। দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ তার নির্বাচনী এলাকায় জাকের পাটির প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া গত রবিার জাকের পাটির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ সহ কেন্দ্রীয় নেতারা কসবায় এক অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে তার নাম ঘোষণা করার পর থেকে খ.ম.হারুনুর রশীদ ঢালী তার এলাকায় দলীয় নেতাকর্মী, জাকেরান আশেকানসহ সাধারণ মানুষের সাথে ব্যাপক ভাবে গণসংযোগ করছেন। কসবা-আখাউড়া এলাকার বেশ কয়েকজন জাকেরপার্টি ও বাস্তুহারা ফ্রন্টের নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, প্রার্থী হিসেবে তাকেই চান । এ বিষয়ে খ.ম.হারুনুর রশীদ ঢালী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এক কথা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব যদি তাকে মনোনয়ন দেয় সে অব্যশ্যই প্রার্থী হবেন। এ সময় আরও বলেন, তিনি মনোনয়ন পেলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দীর্ঘ ৩০ বছরের পেশাগত পরিচিতির মাধ্যমে সকলের ভোট যাতে জাকের পার্টি পায় সে জন্য আপ্রাণ চেষ্টা করবেন। গতকাল কসবা জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্টের সভাপতি শাহ আলম রানারের সভাপতিত্বে স্থানীয় অফিসে নেতাকর্মীদের নিয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


Shares