Main Menu

কসবায় মালবাহী বগি লাইনচ্যুত, ২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। উদ্ধারকাজ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়।
আখাউড়া লোকোশেড ইনচার্জ মো. মহসিন ভূইয়া জানান,সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কসবার মন্দবাগে দূর্ঘটনায় পড়ে। এসময় ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হলে ঢাকা-
ট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে মেইন লাইন পরিস্কার করলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারো ওই পথে ট্রেন চলাচল শুরু হয়।


Shares