Main Menu

কসবা প্রতিবন্ধিতা সনাক্তকরণ ওরিযেন্টেশন কর্মশালা

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা মিলনায়তনে আজ (৪জুন)মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিবন্ধিতা সনাক্তকরণ এক ওরিযেন্টেশন এক দিনের কর্মশালা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।কসবা উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ারের সভাপতিত্বে প্রতিবন্ধিতা সনাক্তকরণ এক ওরিযেন্টেশন সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আবু ফাতা মো.সফিকুল ইসলাম,কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.ইকবাল হুসাইন,কসবা উপজেলা যুবলীগের সভাপতি এমজি হাক্কানী প্রমুখ। এতে বক্তব্য রাখেন ,কসবা মহিলা কলেজের অধ্যক্ষ মো.তসলিম মিয়া,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,মূলগ্রাম ইউপি চেয়ার ম্যান মাইনুল ইসলাম,কসবা আর্দশ ইচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হেলাল,কসবা পৌর কাউন্সিলর মো.জসীম উদ্দিন আহাম্মদ,মহিলা কাউন্সিল লৎফুর নাহার রিনা প্রমুখ। প্রধান অতিথি জালাল সাইফুর রহমান বলেন কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি গ্রামে  প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপে মাঠ পর্যায়ে কর্মীদেরকে সহযোগিতা করে সঠিক প্রতিবন্ধি সন্তানদের তালিকা প্রন্নয়ণে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান।






Shares