Main Menu

অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করা যুবককে বিজিবির কাছে হস্তান্তর

+100%-
প্রতিনিধি : ভারতীয় বিএসএফের হাতে গ্রেপ্তার হওয়া আমজাদ হোসাইন (৩০) নামের এক যুবককে গত রোববার (৩ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্ত এলাকা দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বিজিবি ওই যুবককে গত মঙ্গলবার বিকেলে কসবা থানা পুলিশে সোর্পদ করেছে। পুলিশ তাকে গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। আমজাদ হোসেন (৩০) রংপুর জেলার চিলমারী উপজেলা সদরের জোনাব আলীর পুত্র।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে; কসবা উপজেলার ভারত সীমান্ত থেকে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএস গত ২ মার্চ সকালে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেন। গত রোববার দুপুরে মাদলা সীমান্তের ২০৪৭ নং পিলারের কাছে বিজিবির কাছে হস্তান্তর করেন। বিজিবি গত রোববার বিকেলে কসবা থানা পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় মাদলা সীমান্তের হাবিলদার মো. আনিসুর রহমান বাদী হয়ে আমজাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশে মামলা দায়ের করেছে।



(পরের সংবাদ) »



Shares