Main Menu

কসবায় আগুনে পুড়েছে ১১টি দোকান

+100%-

 

প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউপির খেওড়া বাজারে শনিবার ভোরে আগুন লেগে প্রায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল তি সাধন হয়েছে বলে দোকানী ও স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তুফা জানান। ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে রয়েছে ঔষধ,মুদির দোকান, তৈল, টিভি,ইলেকট্রন্সি,এর দোকান । কি ভাবে আগুন লেগেছে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
যথাসময় ফায়ার সার্ভিস না আসতে পারায় তির পরিমান বেশী হয়েছে বলে স্থানীয় লোকজন সহ দোকানীরা জানান।  কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান ঘটনার সততা  স্বীকার করেন।


Shares