Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন:: কসবায় অভিযানে ট্রাকভর্তি মাছ আটক

+100%-

bgb31816প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ৩১ আগস্ট ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প কমান্ডার জুনিয়র কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে শেষরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় নিয়মিত টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারে যে, কসবা উপজেলার দৌলতপুর এলাকা দিয়ে বাংলাদেশী বিভিন্ন প্রকারের মাছভর্তি একটি ট্রাক ভারতে পাচারের উদ্দেশ্যে রওয়ানা করেছে। তাৎক্ষণিকভাবে তিনি সঙ্গীয় ফোর্সসহ ঐ মাছভর্তি ট্রাক আটকের উদ্দেশ্যে গমন করে টহলদল মজলিশপুর বাজারের পাশে অবস্থান নেয়।

রাত আনুমানিক ০৪:১০ ঘটিকায় মাছসহ ধৃত গাড়িটি তন্তর বাজার হতে রওনা করলে টহল দল মজলিশপুর বাজার অতিক্রম করার পর পিছু ধাওয়া করে। পরবর্তীতে গাড়িটি চন্ডিদার ও জয়নগর বাজার পার হয়ে দৌলতপুর সীমান্তে পৌঁছলে ০৪:৩০ ঘটিকায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।আটকের পর ট্রাক হতে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া ৬৪৫ কেজি বাংলাদেশ রুই, কাতল, তেলাপিয়া, বাটাসহ অন্যান্য কার্প জাতীয় মাছ এবং ১২৫ কেজি শিং মাছ উদ্ধার করা হয়। ট্রাকসহ আটককৃত মাছের আনুমানিক মূল্য ১৮,৩৩,০০০/- (আঠার লক্ষ তেত্রিশ হাজার) টাকা। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।






Shares