Main Menu

কসবায় পূজামন্ডপ পরিদর্শন

হিন্দু মুসলিম ভাই ভাই, এক সাথে থাকতে চাই …. আইনমন্ত্রী

+100%-

কসবা প্রতিনিধি::  আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি বৃম্পতিবার বিকালে কসবা উপজেলার বিনাউটি ইউপির রাউৎহাট কালিমন্দিরে পূজামন্ডপ পরিদর্শণ করেন।

দিলীপ মাস্টারের সভাপতিত্বে রাউৎহাট কালিমন্দির পূজামন্ডপের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন,ধর্মীয় সম্প্রীতি,সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এবং মানুষে মানুষে ভালোবাসা ধম নিবিশেষে সেটা সব সময় বজায় থাকবে। হিন্দু মুসলমান ভাই ভাই, এক সাথে মিলে মিশে থাকতে চাই।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিনাউটি ইউপির ৮টি পূর্জামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নগদ অর্থ প্রদান করেন। এই সময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী,আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কাউসার জীবন,কাজী আজহারুল ইসলাম,রুহুল আমিন ভুইয়া বকুল, কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, বিনাউটি ইউপি চেয়ারম্যান এড.ইকবাল হোসেন,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।






Shares