Main Menu

শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যায়ের অভিভাবক সদস্য নির্বাচন

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী :: উৎসব মুখর পরিবেশে কসবা উপজেলা বায়েক ইউপির শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে।

নির্বাচনে ১ হাজার ২শত ৬৩ অভিভাবক ভোটারের মধ্যে ১হাজার ৭৮ ভোটার তাদের ভোট প্রয়োগ করেছে।

নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাফর আহমেদ। তিনি জানান; নির্বাচনে মোট ১১জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সাধারণ অভিভাবক পদে ৬ জনের মধ্যে ৪জন বিজয়ী আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫জন নির্বাচিত হয়েছে।

বিজয় প্রার্থীরা হলেন, সাধারণ অভিভাবক পদে আব্দুল বারেক (১ম নির্বাচিত-৭২৫ ভোট), মো:মিজানুর রহমান (যুগ্ম ১ম-৭২৫ ভোট), শাহজাহান মিয়া ( ৩য়-৬৬৭ ভোট), আশিকুর রহমান (৪র্থ-৫৯৩ ভোট)।

অপর দিকে দেলোয়ার হোসেন-৫৭৮ ও মো.জহিরুল ইসলাম-৪৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ নির্বাচিত প্রার্থীরা হলেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোসা: অযুবা আক্তার(রিনা), সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি কৃঞ্চা কাবেরী চক্রবর্তী, দাতা সদস্য মো.ফুল মিয়া, সাধারণ শিক্ষক প্রতিনিধি কাজী জামাল উদ্দিন ও মো.মুরাদ সরকার।

শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকট রাশেদুল কাওসার ভুইয়া জীবন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোবারক হোসেন সরকার বলেন, বিদ্যালয়ের অভিভাবক নির্বাচনটি শান্তি পূর্ণ ভাবে উক্ত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এবং সকল বিজয়ী প্রার্থীদেরকে অভিনন্দনসহ শুভেচ্ছা জানান।






Shares