Main Menu

কসবা উপজেলায় তিনটি নির্মাণাধীন প্রকল্প উদ্বোধন

বাংলাদেশ গাঙ্গে ভেসে আসেনি–আইনমন্ত্রী আনিসুল হক

+100%-

খ,ম, হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি- বাংলাদেশ গাঙ্গে ভেসে আসেনি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদ এবং বীরমুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নির্দেশনায় যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। বাংলাদেশ এ পৃথিবীর মানচিত্রে ভবিষ্যতেও বাংলাদেশ হিসেবে থাকবে।ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি শুক্রবার সকালে তিনটি নির্মাধীন প্রকল্প উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলমের সভাপতিত্বে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন; আইন সচিব গোলাম সারোয়ার,ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ উপ পরিচালক রবিউল হক মজুমদার, বিএ ডি সি প্রকল্পের পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান ,জেলা পুলিশ সুপার আনিসুর রহমান,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাউছার ভূইয়া জীবন,কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে উদ্বোধনী প্রকল্প গুলো হেচ্ছে- গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে কসবা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে কসবা ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার, উপজেলা পরিষদ বাস্তবায়নে আনসার সদস্যদের জন্য ব্যারাক হাউজন ।

এছাড়া আইনমন্ত্রী একটি বিবাহ অনুষ্ঠান সহ এড.সিরাজুল হক স্কুল এন্ড কলেজে শিক্ষাক নিয়োগ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এই সময় কসবা আখাউড়া উপজেলার সরকারী কর্মকর্তাসহ জনপ্রতিনিধি,সাংবাদিক, বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।






Shares