Main Menu

নির্বাচন ব্যাহত করার চেষ্টা করা হলে শুধু নির্বাচনের মাধ্যমে নয় ,আইনের মাধ্যমেও তাদেরকে ষ্পষ্ট জবাব দেয়া হবে:আইনমন্ত্রী আনিসুল হক

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনধি ॥ কেউ যদি এই নির্বাচন ব্যাহত করার চেষ্টা করে তা হলে আমরা শুধু নির্বাচনের মাধ্যমে নয় ,আইনের মাধ্যমে তাদেরকে ষ্পষ্ট জবাব দিবো জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি।
তিনি ৩১ ডিসেম্বর রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৩ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় এ কথা জানান।
মন্ত্রী আরো বলেন, দেশে কাউকে গোল্ডগোল করতে কাউকে দেওয়া হবে না। বাংলাদেশে গণতন্ত্র্র ফিরে এসেছে, বাংলাদেশে গলতন্ত্র’র ধারাবাহিকতা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়। সংবিধান মানা হচ্ছে,এই পথ আর কোনো বাঙালী পরিহার করবে না। আমরা আইনের শাষণ প্রতিষ্ঠা করছি,আমরা সুষ্ঠ নির্বাচন দিয়ে সেই নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটে আবার ক্ষমতায় আসবো।
শেখ হাসিনার সরকারের আমলে বর্তমানে পনোর হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পেঁৗঁছে দেওয়া হবে এবং ২০১৮ সালের মধ্যে কসবা উপজেলায় শতভাগ বিদ্যুৎর আওতায় আনা হবে।
কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড. রাশেদুল কাওসার ভুইয়া জীবন, এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম,রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।
উল্লেখ্য, কসবা পৌর এলাকার তালতলা, আড়াইবাড়ি, কাঞ্চনমুড়ি, কৃঞ্চপুর, মরাপুকুর পাড়, শীতল পাড়া,গুরিয়ারূপ, গুরুহিত, আকছিনা, বড়ঠোটা, চাপিয়া, মাইজখার আংশিক গ্রামে ১২.৫৩ কিলোমিটার এলাকায় ৪ হাজার ৭শত ৪১ টি গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। যার নির্মান ব্যয় ২কোটি ৪৮ লাখ টাকা বলে পল্লী বিদ্যুৎ সমিতি কসবা জোনাল অফিসের ডিজিএম শাহাদৎ হোসেন জানান।

ভিডিও দেখতে ক্লিক করুন






Shares