Main Menu

দেশে এখন ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকুন- কসবায় আইনমন্ত্রী

+100%-

law-minister
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গনতন্ত্র দিবসে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বৃহস্পতিবার উপজেলা পরিষদ মার্কেট চত্বরে বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষনে বলেন, একটি মহল বাংলাদেশের সাফল্যকে ম্লান করে দিতে চায়। বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের ফন্দি ফিকির করছে। খবরের কাগজে প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৭.২ এ পৌছে গেছে। অপরদিকে বাংলাদেশে ব্যাংকে রিজার্ভ রয়েছে ৩২ বিলিয়ন ডলার। ফলে বেগম জিয়ার এখন দিশেহারা। তারা জামাতকে নিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আপনারা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন। কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন লিমিটেডের চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, এর আগে মন্ত্রী ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে বিজনা নদীর উপর প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে কসবা ব্রিজ এবং সড়ক জনপথ বিভাগের অর্থায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে কসবা-কুটি সড়ক উদ্বোধন করেন।






Shares