Main Menu

কসবা সীমান্তে ১০জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা- সতর্ক অবস্থানে বিজিবি

+100%-

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলারগোপীনাথপুর ইউনিয়নের ধজনগর ধজনগর এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ১০জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। ১০ জনের মধ্যে ২জন পুরুষ, ২ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার ও অতিরিক্ত ব্যাটালিয়ান মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৬০ ব্যাটালিয়ান সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ভারত সীমান্তের দিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা করে ১০জন রোহিঙ্গাকে। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেন।
৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন জানান, ইতিমধ্যে আমাদের সাথে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কোম্পানী কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বিষয়টি (বিএসএফ) এর উর্ধ্বতন কতৃপর্ক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিএসএফ এর সদস্যরা। এ ঘটনায় সীমান্তে২০৩২ পিলারের নিকট
টহল জোরদার ও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির সদস্যরা। তবে শূন্য রেখায় অবস্থানরতদের সাথে কথা বলে জানা গেছে, তারা মিয়ানমারের রোহিঙ্গা সদস্য। বিকাল পর্যন্ত তাদেরকে সীমান্তের শূন্য রেখায় দেখা যায়নি।






Shares