Main Menu

কসবা পৌরসভায় মেয়র সহ কাউন্সিলর প্রার্থী-৫৩,বাতিল-৫,বাতিলের বিরুদ্ধে আপিল-৫, প্রত্যাহার-১০জন, চুড়ান্ত ৩৭ প্রাথীর মধ্যে প্রর্তীক বরাদ্ধ

+100%-

kasbamunicipalityকসবা প্রতিনিধি  : সারা দেশের ন্যায় দেশের গ্রামীণ জনপদে এখন ভোটের আমেজ। চলছে পৌরসভা ও তৃণমূলে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচার-প্রচারণা আগামী  ২৫মে কসবা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে কসবা পৌরসভায় মেয়র সহ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন-৫৩ জন।

এর মধ্যে বাতিল-৫,বাতিলের বিরুদ্ধে আপিল-৫, প্রত্যাহার-১০জন, মোট বৈধ্য ৩৭ প্রাথীর মধ্যে গত ১০মে কসবা উপজেলা নির্বাচন অফিস থেকে প্রদান করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও কসবা পৌর সভা নির্বাচন রিটানিং অফিসার মো:আলা উদ্দিন আল মামুন প্রর্তীক বরাদ্ধ দিয়েছেন ।

এই সময় উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,উপজেলা সহকারী নির্বাচন অফিসার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। কসবা পৌরসভায় ৫মেয়র প্রার্থীর মধ্যে স্বতন্ত্র ২মেয়র প্রার্থী প্রত্যাহার করায় আওয়ামীলীগ প্রার্থী এমরান উদ্দিন (নৌকা),বিএনপির প্রার্থী মুহাম্মদ ইলিয়াস(ধানের শীর্ষ),জাতীয় পার্টিও প্রার্থী মনির হোসেন দেলোয়ার (লাঙ্গল),সংরক্ষিত ওয়ার্ড-১,২ ও ৩ এর কাউন্সিলর পদে ৯জন,মনোনয়ন পত্র বাছাই বাতিল-১জন,মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল-১জন,মোট চুড়ান্ত প্রার্থীর সংখ্যা-৮জন। সাধারণ ওয়ার্ড-১ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল-৪জন, প্রত্যাহার-২জন, চুড়ান্ত প্রার্থী-২জন, সাধারণ ওয়ার্ড-২ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল-৫, মনোনয়ন পত্র বাছাই বাতিল-১জন,মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল-১জন, প্রত্যাহার-২জন, মোট চুড়ান্ত প্রার্থীর সংখ্যা-২জন। সাধারণ ওয়ার্ড-৩ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল-৪জন, মোট চুড়ান্ত প্রার্থীর সংখ্যা-৪জন। সাধারণ ওয়ার্ড-৪ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল-৯জন,প্রত্যাহার-৪জন, মোট চুড়ান্ত প্রার্থীর সংখ্যা-৫জন।  সাধারণ ওয়ার্ড-৫ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল-৫জন, মনোনয়ন পত্র বাছাই বাতিল-১জন, চুড়ান্ত প্রার্থীর সংখ্যা-৪জন। সাধারণ ওয়ার্ড-৬ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল-৩জন, মনোনয়ন পত্র বাছাই বাতিল-১জন, মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল-১জন,  চুড়ান্ত প্রার্থীর সংখ্যা-২জন। সাধারণ ওয়ার্ড-৭ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল-২জন, মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল-১জন, মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল-১জন, চুড়ান্ত প্রার্থীর সংখ্যা-১জন। সাধারণ ওয়ার্ড-৮ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল-৪জন, চুড়ান্ত প্রার্থীর সংখ্যা-১জন। সাধারণ ওয়ার্ড-৯ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল-৩জন, মনোনয়ন পত্র বাছাই বাতিল-১জন, মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল-১জন,আপিল গ্রহণের সংখ্যা-১জন,  চুড়ান্ত প্রার্থীর সংখ্যা-২জন। কসবা পৌরসভায় মোট ভোটার সংখ্যা-২৫হাজার ৮শ ৭১জন। পুরুষ-১২হাজার ৮শ ৫৩জন,নারী ভোটার-১৩০১৮জন। ওয়ার্ড সংখ্যা-৯টা,মোট ভোট ক্ন্দ্রে সংখ্যা-১০,ভোট কক্ষেও সংখ্যা-৭৮,অস্থায়ী ভোট কক্ষ ১৬টি বলে জেলা নির্বাচন অফিসার ও কসবা পৌরসভা রিটানিং অফিসার মো: আলা উদ্দিন আল মামুন এই প্রতিবেদকে জানান।

তিনি আরো জানান,দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত একটি মাইক দিয়ে প্রচারসহ আটা দ্রব্যাদি দিয়ে কোন পোষ্টার,মিছিলসহ ইত্যাদি করা যাবে না। এক কথায় নির্বাচনী বিধিমোতাবেক সকল প্রার্থীদেরকে কাজ করার জন্য অনুরোধ করেছেন। ২৮মে কসবা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হইবে বলে নির্বাচন অফিস সূত্রে প্রকাশ। ২৫মে কসবা পৌরসভা আর ২৮মে ৮টি ইউপি নির্বাচনকে ঘিরে গ্রামীণ জনপদে মুখোমুখি নৌকা আর ধানের শীষ।






Shares