Main Menu

কসবা পৌরসভার মেয়র জুয়েলের ৩১ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী সহায়তা প্রদান

+100%-
কসবা প্রতিনিধি:: সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে “মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখেব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সভার মেয়রের নিজস্ব অর্থে আইনমন্ত্রীর পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩১শত অসহায় পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি ঈদ উপহার প্রদান করেন।
আজ (১৭মে) দুপুরে কসবা পৌরসভাধীন শাহপুর গ্রামের ঈদগাহ মাঠে প্রায় ৬শত নারী পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ যাত্রা শুরু করেন পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।
এই সময় কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃআনিসুল হক ভুইয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন, পৌর কাউনাসিলর জসীম উদ্দিন,ছোটুন মিয়া,রগুু মিয়া সজিব ভুইয়া,হেলাল সরকার,আশরাফুল ইসলাম,আজাদ সরকার,রতন সরকার,সাগর ও সায়মুন প্রমুখ উপস্থিত ছিলেন।
 একই সাথে বিশারাবাড়ি গ্রামে  পৌর মেয়র গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
মানবিক সহায়তা প্রদানের আগে করোনা থেকে দেশবাসিকে রক্ষা করতে মহান আল্লাহর কাছে দোয়া অনুষ্ঠিত হয়।





Shares