Main Menu

কসবা থানায় “নো মাস্ক-নো সেবা”

+100%-

বায়েজিদ পাঠান ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ স্বাস্থ্য সুরক্ষায় আগত পুলিশী সেবা গ্রহণকারীদেরকে মাস্ক পড়ে সেবাদানে তৎপরতা অব্যাহত রেখে চলেছেন। কসবা থানার প্রধান ফটকে“ নো মাস্ক,নো সেবা” সরকারের এই শ্লোগানের ব্যানারটি করোনা ভাইরাস নামক মহামারি থেকে মানুষকে সচেতন করতে দৃষ্টি কেড়েছেন সাধারণ জনগণের মাঝে।
কসবা থানার দায়িত্বরত কর্মকর্তরা দায়িত্ব পালনকালে মাস্ক ব্যবহার করে দায়িত্ব পালন করছেন। থানায় প্রবেশ বা পুলিশি সেবা নিতে আসা সকলকে মাস্ক ব্যবহার করে নিজে ও অপরকে জীবন রক্ষায় সচেতন প্রদানের বিষয়টি এখন সর্বমহলে বিস্তার লাভ করেছেন। প্রতিনিয়ত কসবা থানা অফিসার ইনচার্জ মাস্ক ব্যবহারের সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মনিটরিং করছেন বলে থানায় কর্মরত উপ পুলিশ পরিদর্শক জিহাদ দেওয়ান ও হারুনুর রশীদ অন্যান্য পুলিশ অফিসারগণ সাংবাদিকদেরকে জানান।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন বলেন,মানুষ সরকারের আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলেন এমনটাই প্রত্যাশ করছেন।






Shares