Main Menu

কসবা থানার মূল ফটকের সামনে বেসিন হ্যান্ডওয়াশ

+100%-
কসবা প্রতিনিধি:: করোনাভাইরাস প্রতিরোধ  ও আগতদের জনসচেতনতা করতে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন দিয়েছেন অনন্য উদ্যোগ। কসবা থানার অফিস রুমের প্রবেেশ গেটের সামনে স্থাপন করেছেন বেসিন। বেসিনের পাশেই রাখা হয়েছে স্যাভলন সাবান। অফিস প্রবেশ রুমের কাচের গ্লাসে ও বেসিনে লিখা “ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে থানায় প্রবেশ করুন”। গত দুইদিন আগে অফিস রুমের মূল ফটকের সামনে ডান পাশে ওই বেসিন স্থাপন করা হয়। এই করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় কসবা থানার অফিসার ইনচার্জ বেসিন হ্যান্ডওয়াশ স্থাপনের যে মহতি উদ্যোগ নিয়েছেন তা প্রতিরোধেরই  একমাত্র উপায় ও প্রধান কর্তব্য।
থানায় এই হ্যান্ডওয়াশ স্থাপনে মহতি উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এড,আনিসুল হক ভুইয়া,কসবা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া রগুু, কসবা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম আলমগীর,খ,ম,হারুনুর রশীদ ঢালী সভাপতি-কসবা উপজেলা প্রেসক্লাব ও উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাব ও অপরাধ পত্র পরিবার, সাপ্তাহিক অগ্নিবাণী পত্রিকার সম্পাদক মিয়া মোঃনুরুল হক, কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন ও যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম,কসবা পৌর ছাত্রলীগের সভাপতি সৈকত আলী,কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার,কসবা টি আলী কলেজ ছাত্রলীগের সভাপতি সফিউর রহমান সাগর, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাদ সরকার ও সাবেক সভাপতি মনির হোসেন মনা,কসবা পৌর কাউন্সিলর যথাক্রমে সজিব,আবু ছায়েদ, মোঃ রগুু, মোঃ হেলাল সরকার,কসবা ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মানিক পাঠান প্রমুখ।





Shares