Main Menu

কসবা থানার ওসি মহিউদ্দিনকে প্রত্যাহার

+100%-

কসবা প্রতিনিধি: কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।  এর আগে কসবা থানার পুলিশের দুই উপ পুলিশ পরিদর্শক সহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে,দুই মাদক ব্যবসায়ী প্রাইভেটকার দিয়ে ভারত সীমান্ত থেকে গাঁজা নিয়ে আসছিল। ঢাকায় পাচারের সময় কসবা থানা পুলিশ গাড়িসগ ২শ’কেজি কেজি গাঁজা জব্দ করে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ ঘটনায় থানার এ এসআই সালাউদ্দিন বাদী হয়ে মাত্র ৪০ কেজি গাঁজা জব্দ দেখিয়ে তাদের বিরুদ্ধে মাদকনিয়ন্ত্রণ আইনে মামলঅ দায়ের করেন। সংবাদ পেয়ে ঐ রাতেই ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো.ইকবাল হোসেন কসবা থানার একটি পরিত্যক্ত কক্ষ থেকে প্রায় ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেন। এই ঘটনায় রাতেই পুলিশ সুপার কসবা থানার উপ পরিদর্শক শ্যামল মজুমদার,এসআই মো.মনির হোসেন-১,সহকারি উপ পরিদর্শক মো.সালাহ উদ্দিন,এএসআই মো.ফারুক আহাম্মদ,পুলিশ কনষ্টেবল মো.শাহজাহান ও কনষ্টেবল আবুল কাশেমকে চাকরি থেকে বরখাস্ত করেন।

কসবায় ওসি প্রত্যাহারের এই ঘটনা নিয়ে সারা উপজেলায় আলোচনার ঝড় উঠেছে।






Shares