Main Menu

কসবায় ৬৩ কি:মি: নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ৪৪টি গ্রামে ৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৫৫ কিলোমিটার এলাকা বিদ্যুতায়নের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বুধবার বিকেলে বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিশাল এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিদ্যুতায়নের উদ্বোধন করেন। বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোহাম্মদ ওয়ারী,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া,উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার জীবন, এম. জি হাক্কানি, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

পরে মন্ত্রী বায়েক ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। দুপুরে কসবায় মাদক নির্মূলে এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এতে কসবার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এস এম মান্নান, আখাউড়ার নেতৃবৃন্দের মধ্যে পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, ওসি মো. মোশারফ হোসেন তরফদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশকে মাদকমুক্ত দেখতে চান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। একই সঙ্গে তিনি নিজ এলাকাকে মাদকমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। কোনো রাজনীতিবিদ বা জনপ্রতিনিধি মাদক ব্যবসায়ীদের পক্ষে তদবির করলে মন্ত্রীকে জানাতেও অনুরোধ করেন।






Shares