Main Menu

কসবায় মে দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

+100%-

খ,ম,হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি:: “শ্রমজীবি মানুষের অধিকার আদায়”এই শ্লোগানকে সামনে রেখে” ১লা মে দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটিতে শোভা যাত্রা,সমাবেশসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা পরিষদও শোভা যাত্রা বের করেন।

ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ( ইনসাব)   কুটির উদ্যোগে সংগঠনের সভাপতি মো: সুমন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্য়ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো:ছাইদুর রহমান স্বপন।
বিশেষ অতিথি ছিলেন,কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো:নজরুল ইসলাম জিতু মিয়া,  কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:শামীম রেজা,  কুটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো: মোস্তাক আহম্মেদ, কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো:মমিনুল ইসলাম, ইনসাব সংগঠনের সাধারণ সম্পাদক মো:আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা শেষে বিশাল বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে কুটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।
উক্ত শোভা যাত্রায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাবের সদস্যসহ শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবাসায়ী,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি বর্গরা অংশ গ্রহণ করেন। অপর দিকে কসবায় মে দিবস পালিত হয়েছে। কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবসটি পালিত হয়। উপজেলা চত্বর থেকে একটি শোভা যাত্রা বের করা হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,আনিসুল হক ভুইয়া,উপজেলা নির্বাহী অফিসার চলতি দায়িত্ব মো:জাহাঙ্গীর হোসেন, কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল,কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া রগু,এম তবিবুর রহমান জীবন প্রসুখ অংশ গ্রহণ করেন।





Shares