Main Menu

কসবায় মন্দিরে ১৪৪ ধারা

+100%-

144ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি জগন্নাথ দেব মন্দিরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ফলে মন্দিরের ১৩ দিনব্যাপী বার্ষিক উৎসব বন্ধ হয়ে গেছে। শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম ১৪৪ ধারা জারি করেন। সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

এনিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কুটি জগন্নাথ দেব মন্দিরের সাধারণ সম্পাদক সেবক রায় জানান, গত শুক্রবার থেকে ওই মন্দিরে ১৩ দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়। শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে ১৪৪ ধারা জারি করা হয়েছে জানিয়ে উৎসব বন্ধ রাখতে বলেন। তিনি আরও বলেন, কমিটি নিয়ে বিরোধ ছিল। কিন্তু উৎসব বন্ধ রাখতে হবে এমন কোনো ঘটনা ঘটেনি। একটি পক্ষ প্রশাসনকে ভুল বুঝিয়ে এ কাজ করেছে। এতে সবার মন ভেঙে গেছে। অনেক টাকা লোকসান হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম জানান, মন্দিরের একটি পক্ষ বিকালে বিক্ষোভ করতে চায়। যে কারণে ওসির কাছ থেকে পাওয়া প্রতিবেদন সাপেক্ষে ১৪৪ ধারা জারি করা হয়েছে।






Shares