Main Menu

কসবায় নবান্নের আনন্দ উৎসবে সাজ সাজ রব

+100%-

কসবা উপজেলা প্রতিনিধি :হেমন্তের আকর্ষণ কৃষকের চোখে স্বপ্নে বিভোর সোনাররঙের সোনালি ধান। আর কৃষকের সোনালি ধান কাটার আনন্দের দিনক্ষণ। চারিদিকে নবান্নের সাজ সাজ রব। নবান্ন উৎসবেব গ্রাম-বাংলার পিঠাপুলির আয়োজন দীর্ঘদিনের রেওয়াজ। এই রেওয়াজকে সামনে রেখে কসবা উপজেলা প্রশানের উদ্যোগে হেমন্তের আকর্ষণ সোনালি ধান কাটা,জারি গান আর আলোচনা সভার মধ্য দিয়ে কৃষক কৃষাণীদের উপস্থিতিতে (১৫ নভেম্বর) বুধবার বিকালে নবান্ন উৎসব পালিত হয়েছে।

কসবা পশ্চিম ইউনিয়ন আকছিনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবান্ন উৎসবে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) জোবাইদা আক্তার, উপজেলা উপ বৃওি অফিসার জাফর আহাম্মদ,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান,পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুবেদার অব: আব্দুর রহিম,উপজেলা কৃষি অফিসার, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান ছায়েদুর রহমান মানিক প্রমুখ। উৎসবে কৃষক -কৃষাণীদের ধান কাটা,ধান লওয়াসহ জারিগান অনুষ্ঠিত হয়।






Shares