Main Menu

কসবায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা: তসলিমুর রেজা জেলহাজতে

+100%-

কসবা প্রতিনিধি (ব্রা‏‏হ্মণবাড়িয়া): বহু জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে কসবা উপজেলা গোপীনাথপুর গ্রামের সন্তান ও তিতাস গ্যাস ফিল্ড বাংলাদেশ ব্রা‏‏হ্মণবাড়িয়া বিরাশার কার্যালয়ের উপ ব্যস্হাপক তসলিমুর রেজা তসলিম(৫৬) কে কসবা থানা পুলিশ গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করেছে।
প্রকাশ আইনমন্ত্রীর এপিএসসহ অন্যান্যদের নামে তার স্ব আইডিতে আপওিকর ভাষায় লেখায় কসবা থানায় দুইটি তথ্যপ্রযুক্তি আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছিল। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখেন। গত ১৭ জুলাই ২০১৭ইং সোমবার  ব্রা‏‏হ্মণবাড়িয়া জেলা সদর এলাকা থেকে গোপন সংবাদের ভিওিতে তসলিমুর রেজাকে আটক শেষে ঐদিনই বেলা ৩টায় জেলা কারাগারে প্রেরণ করেছেন বলে কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন এই প্রতিনিধিকে জানান।
গ্রেফতারকৃত তসলিমুর রেজা নিজেকে কসবা উপজেলা তৃণমূল আওয়ামী লীগের আহবায়ক বলে দাবী করে আসছিলেন। তিনি কসবা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক নেতা ও জেলা যুবলীগের সদস্য।।






Shares