Main Menu

কসবায় জোর পূর্বক দোকান দখলের পায়তারা করায় থানায় ডায়েরী

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রা‏হ্ম‏‏ণবাড়িয়ার কসবা উপজেলা কুটি ইউনিয়নের কালামুড়ি গ্রামে আরমান খানের দোকান ভিটি দখল,দোকান পাট ভাংচুর করাসহ জীবনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। গতকাল কসবা থানায় সোহাগ খানের বিরুদ্ধে একটি সাধারণ ডাইরী করা হয়েছে। যার নং-৪৪৭। এই নিয়ে গ্রামে চরম উওেজনা বিরাজ করার সংবাদ পাওয়া গেছে।
আজ বুধবার সকালে মো: লিমন খানের থানার অভিযোগ সূত্রে প্রকাশ,জায়গা জমির জের ধরে একই গ্রামের মো: সোহাগ খান(২১) পিতা মৃত-আবুল হোসেন খান প্রতিবেশী বটে। বাদীর পিতা আরমান খান গংরা গত ১৯১৮ সালের দলিল নং ১২৫৮ মূলে মালিক যতœবান হয়ে ভোগ দখল করিয়া আসিতেছে।
গত ১১ মার্চ দিবাগত রাতে সোহাগ খান তার দলবল নিয়ে আরমান খানের জায়গায় ঘর নির্র্মাণ করার পায়তারা করার বিষয়টি গ্রামবাসীর মাঝে প্রশ্নবিদ্ধ করেছে। গ্রামবাসী জানান সোহাগ খান পরিকল্পিত ভাবে আরমান খানের জায়গা দখলসহ দোকা পাট ভাংচুর করার অভিযোগ তুলেছেন।
সোহাগ খানের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করিলে লিমন খানসহ তার পরিবারকে হুমকি প্রদান করেন।
সরেজমিনে সাংবাদিকদের কাছে পাড়া প্রতিবেশীরা জানান; মো:সোহাগ খান একজন দখলবাজ ও মামলাবাজ। নিরহ আরমান খান যেন ন্যায় বিচার পান গ্রামবাসী দাবী করেন।






Shares