Main Menu

কসবায় জনপ্রতিনিধি,ইমামসহ দলীয় নেতুবৃন্দের সাথে আইনমন্ত্ররী মতবিনিময়

+100%-

কসবা প্রতিনিধি:: আইনমন্ত্রী আনিসুল হক এমপি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জনপ্রতিনিধি,ইমামসহ দলীয় নেতুবৃন্দের সাথে মতবিনিময়  করেন।

কসবা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে উপজেলা নিবার্হী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে ভিডিও (কনফেরান্সে) আইনমন্ত্রী আনিসুল হক এমপির মতবিনিময় এক সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওছার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেল ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন, কসবা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ লোকমান হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,এম জি হাক্কানী, আড়াইবাড়ি দরবার শরীফের পীরজাদা গোলাম সারোয়ার, কসবা যুবলীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হেসেন রিমন ও যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম ও কাজী মানিক,ইব্রাহিম প্রমুখ। এছাড়া জনপ্রতিনিধি,ইমাম,সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফেরান্সে আইনমন্ত্রী করোনা মহামারিতে উপজেলাবাসীসহ সকলের খোঁজ খবর নেন। অসহায় মানুষের ত্রাণসহ অর্থ প্রদানের বিষযটি নজর দিয়েছেন। আইনমন্ত্রী আনিসুল হক এমপি ভিডিও  চিত্রে  উপস্থিত সভায়সহ  কসবা উপজেলাবাসীকে আগাম ঈদ শুভেচ্ছা জানান।
আসন্ন কোরবানী ঈদের পরে উপজেলাবাসীর মাঝে স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য তিনি দোয়া কামনা করেন।





Shares