Main Menu

কসবায় জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে প্রশাসন ও মাস্ক বিতরণ

+100%-

কসবা প্রতিনিধি:: ১লা জুলাই ভোর ৬টা ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে মাঠে নেমেছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন জনগণকে সচেতন করতে আজ সকাল থেকে মাঠে নেমেছেন। দেখা গেছে কসবা সহকারী কমিশনার ভূমি হাছিবা খান ও কসবা থানা পুলিশ কসবা সদরসহ পুরাতন বাজারে বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন। স্বাস্থ্যবিধি অমান্য করায় এক দোকানীকে জরিমানা করা হয়। এই সময় কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির অর্থ সম্পাদক হাজী দুলু মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সহকারী কমিশনার ভূমি হাছিবা খান বলেন; আমরা মানুষকে সচেতনসহ মাস্ক বিতরণ করেছি। আগামী ১জুলাই থেকে করোনা প্রতিরোধ কল্পে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এবং সকল শপিংমল,মার্কেট,পর্যটন কেন্দ্র,রিসোর্ট,কমিউনিটি সেন্টার ও বিনোদন বন্ধ থাকবে।






Shares